Asia Cup 2025 সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে চিন্তায় টিম ইন্ডিয়া, অক্ষর প্যাটেলের চোটে শঙ্কা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: ভারতের অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে ঘিরে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার আবুধাবিতে ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ এ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান তিনি। ম্যাচের ১৫তম ওভারে ওমান ব্যাটার হাম্মাদ মিরজার ক্যাচ নিতে গিয়ে মাঠে পড়ে গিয়ে মাথায় আঘাত পান অক্ষর। এই ঘটনার পরেই তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আসন্ন সুপার ফোর ম্যাচে, যেখানে রবিবার ভারতের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
ম্যাচের পর ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ সাংবাদিকদের জানান, অক্ষর “এখন ঠিক আছেন,” তবে তিনি চোটের বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ফলে আগামী দুই দিনের মধ্যে তার সুস্থ হয়ে ওঠা এবং খেলতে পারা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষত, ভারতের হাতে মাত্র এক দিনের প্রস্তুতির সময় থাকায় বিষয়টি আরও চ্যালেঞ্জিং হতে পারে।
ভারত এতদিন দুবাইয়ের ম্যাচগুলোতে তিন স্পিনার নিয়ে খেলছিল। অক্ষর না খেলতে পারলে সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বর্তমানে দলে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী থাকলেও অক্ষরের জায়গায় নতুন বিকল্প খুঁজতে হবে ম্যানেজমেন্টকে। সম্ভাব্য বিকল্প হিসেবে অভিষেক শর্মাকে কিছু সময় স্পিনার হিসেবে ব্যবহার করা হতে পারে, যদিও তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
এছাড়াও, রিজার্ভ তালিকায় রয়েছেন রিয়ান পরাগ এবং ওয়াশিংটন সুন্দর। তাদের মধ্য থেকে কাউকে অন্তর্ভুক্ত করার দিকেও নজর দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অক্ষরের চোট টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।