রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে মৃত্যু কিশোরের, রক্ষণাবেক্ষণ নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের

June 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: রবীন্দ্র সরোবরে রবিবার সকালে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক কিশোরের। এদিন সকালে লেকে সাঁতার কাটতে গিয়েছিল সে। স্থানীয়দের অভিযোগ, লেকের জলে থাকা গাছগাছালিতে তার পা আটকে গিয়েছিল। সেই কারণেই কিশোর জল থেকে উঠে আসতে পারেনি। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। অভিযোগ, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এই মৃত্যু।

গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শিভম সিংহ। রবিবার সকালে সে লেকে সাঁতার কাটতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

লেকের এই অংশে কিছুটা জায়গা রেলিং দিয়ে ঘেরা রয়েছে। যাঁরা সেভাবে সাঁতার কাটতে পারেন না তাঁরা মূলত এই জায়গায় নামেন। আর বাকিরা রেলিংয়ের বাইরে নির্দিষ্ট ২০ ফুটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন শিবম, অভিষেক ও নিখিল রেলিং পেরিয়ে ২০ ফুট এলাকার মধ্যেই ছিলেন। কিন্তু লেকের নীচে জমা গাছপালায় পা আটকে ডুবে যান শিবম। প্রায় ৪৫ মিনিট পর ৭টা ৪৫ নাগাদ তাঁকে জল থেকে উদ্ধার করা হয়।

সাঁতারুদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের এত অভাব যে রেলিংয়ের ভিতরে পলি ও আবর্জনা ভরে গেছে। ফলে সেখানে সাঁতার কাটাই যায় না। বাধ্য হয়ে লোকজন রেলিংয়ের বাইরে সাঁতার কাটতে যান। একজন বলেন, ‘জল এত নোংরা যে রেলিংয়ের ভিতরের অংশে কেউ সাঁতার কাটতে চায় না। আমরা যারা নিয়মিত আসি, জানি কোনদিকে আগাছা আছে, কোনদিকে বিপদ। কিন্তু বাইরের কেউ বুঝবে কী করে?’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen