তেজস হারিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকেও! এই ট্রেনের টিকিটের দাম শুনলে অবাক হতে পারেন

ভারতের অন্যতম দ্রুত ট্রেন যা রীতিমতো মন জয় করেছে দেশবাসীর সেটি হলো বন্দে ভারত এক্সপ্রেস।

November 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: The Hindu

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতের অন্যতম দ্রুত ট্রেন যা রীতিমতো মন জয় করেছে দেশবাসীর সেটি হলো বন্দে ভারত এক্সপ্রেস। দেশের অন্যতম গতিশীল ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেনগুলোর তালিকাতে পড়ে। কিন্তু এমন একটি ট্রেন আছে যা হারিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসকে।

যে ট্রেনটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার নাম হলো তেজস এক্সপ্রেস। এই এক্সপ্রেস ট্রেনের ভাড়া কিন্তু বন্দে ভারতের তুলনায় ১০-২০ টাকা বেশি নয়, বরং প্রায় দেড় গুন বেশি৷কেউ যদি নয়াদিল্লি থেকে তেজস এক্সপ্রেসে করে লখনউ যায় তাহলে সময় লাগবে ৬ ঘণ্টা ৩৫ মিনিট৷ আর বন্দে ভারতে সময় লাগে ৬ ঘণ্টা ১৫ মিনিট।

দেশের অন্যতম গতিশীল ট্রেন বন্দে ভারতের চেয়ার কারে নয়াদিল্লি-লখনউ ভাড়া ১২৪৫ টাকা, পাশাপাশি চেয়ার কারে তেজস এক্সপ্রেসের ভাড়া ১৪৭০ টাকা৷ এক্সিকিউটিভ ক্লাসেও দুটি ট্রেনের ভাড়ায় প্রায় ২০০ টাকার ফারাক৷ ভাড়া দিক থেকে বিচার করলে তেজস এক্সপ্রেস হারিয়ে দিয়েছে বন্দে ভারতকে। ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন হলেও শতাব্দী, যা বন্দে ভারত এবং তেজস এক্সপ্রেস এর মতই। কিন্তু নয়াদিল্লি থেকে লখনউ যেতে শতাব্দীর ভাড়া তেজাস এক্সপ্রেস থেকে অনেক কম।

কিন্তু কেনো তেজস এক্সপ্রেসের ভাড়া এতটা বেশি যে, স্বাভাবিকভাবে সকলের মনে এই প্রশ্ন জাগে। আসলে তেজস এক্সপ্রেস আইআরসিটিসি-র নিয়ন্ত্রণাধীন একটি ট্রেন৷ তাই ভারতীয় রেলের ভাড়ার কাঠামো অনুসরণ করে এই ট্রেনের ভাড়া নির্ধারণ হয় না৷ টিকিটের চাহিদা অনুযায়ী এই ট্রেনের ভাড়া বৃদ্ধি পায়। সেই কারণে অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনের ভাড়া খানিকটা বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen