Weather: আরও জাঁকিয়ে বসবে শীত না পারদ চড়বে? কেমন থাকবে এই সপ্তাহের আবহাওয়া

November 16, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.০০: নভেম্বরের অর্ধেক পেরোতেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দু’জায়গাতেই শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কলকাতায় সকাল কিংবা সন্ধ্যা নামার পর ঠান্ডার দাপট যেন আরও তীব্রভাবে টের পাচ্ছেন শহরবাসী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত মহানগরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

এই সময়ে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাহাড়ি জেলা থেকে শুরু করে নিম্নাঞ্চল পর্যন্ত রাতের তাপমাত্রা দ্রুত পড়ছে, আর ভোরের দিকে কুয়াশা ধীরে-ধীরে ঘন হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একইভাবে শীতের কাঁপুনি ধরছে। তবে পূর্বাভাস বলছে, পরবর্তী ২-৩ দিনে উত্তর ও দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত।

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা হওয়ার আশঙ্কা রয়েছে। এতে গাড়ি চলাচলের সমস্যা দেখা দিতে পারে।

আবহাওয়া দপ্তরের আশঙ্কা, নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতেই উত্তর ও দক্ষিণবঙ্গ দু’জায়গাতেই প্রবল শীত আরও জোরালোভাবে থাবা বসাতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen