India-Pakistan ম্যাচ নিয়ে চড়ছে পারদ, উঠছে বয়কটের ডাক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫ : ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ (India-Pakistan Cricket Match) নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ম্যাচটিকে পাহেলগাঁও সন্ত্রাসী হামলার শহীদ ভারতীয় নাগরিকদের এবং সীমান্তে শহীদ হওয়া ভারতীয় সৈনিকদের প্রতি অবমাননাকর বলে আখ্যা দিয়েছে।
গত ২২শে এপ্রিল, দক্ষিণ কাশ্মীরের পাহেলগাঁয়ের বাইসরন উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীরা হামলা করা ২৬ জন সাধারণ ভারতীয় নাগরিককে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এর পরিপ্রেক্ষিতে, শিবসেনা (উবিটি) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) মহারাষ্ট্র জুড়ে ‘সিঁদুর’ প্রতিবাদের ঘোষণা করে বলেন, ম্যাচ বয়কট করে বিশ্ববাসীর কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জানান দেওয়ার একটি সুযোগ।
দিল্লির প্রাক্তন মন্ত্রী ও AAP নেতা সৌরভ ভারদ্বাজ (Saurabh Bhardwaj) রাজধানীতে দলীয় কর্মীদের নিয়ে পাকিস্তানি খেলোয়াড়দের প্রতীকী একটি কুশপুত্তলিকা দাহ করেন।
পাহেলগাঁও হামলায় নিহত কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর (Subham Dwivedi) স্ত্রী ঐশান্যাও মানুষকে ম্যাচ বয়কট করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্তটিকে “গভীরভাবে সংবেদনশীলতা-বিবর্জিত” বলে বর্ণনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বিরুদ্ধে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কষ্টকে উপেক্ষা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, “বোর্ডের কাছে আমাদের স্বামী এবং অন্যদের আত্মত্যাগের কোনো মূল্য নেই।”