মাঠের বাইরের টানাপোড়েনের ছায়া U-19 বিশ্বকাপে, করমর্দন এড়াল ভারত-বাংলাদেশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.৪৫: ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও ক্রীড়াক্ষেত্রের টানাপোড়েন এবার উঠে এল বিশ্বমঞ্চে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ এ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে যে দৃশ্য সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল প্রথাগত প্রি-ম্যাচ হ্যান্ডশেক এড়িয়ে যাওয়া। ভারত অধিনায়ক আয়ুষ মাহাত্রে ও বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের মধ্যে করমর্দনের অনুপস্থিতি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এই ম্যাচে টস করতে যান বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। যদিও অধিনায়ক আজিজুল হাকিম প্রথম একাদশে ছিলেন, তবুও টসের দায়িত্ব আবরারের কাঁধেই ছিল। বৃষ্টিবিঘ্নিত সূচির পর টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বুলাওয়েওর উইকেট ভেজা থাকায় প্রথম ১০-১৫ ওভারে সুবিধা নেওয়ার লক্ষ্যই ছিল তাদের।
টসের সময় পিচ ও দলের কম্বিনেশন নিয়ে আলোচনা ছিল পুরোপুরি পেশাদার, তবে করমর্দন না হওয়ার ঘটনাই আলোচনার কেন্দ্রে চলে আসে। এর আগে ২০২৫ এশিয়া কাপ ও মহিলা বিশ্বকাপে রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত-পাকিস্তান ম্যাচেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। এবার সেই অবস্থান যেন বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি আইপিএল বাংলাদেশি ক্রিকেটারের চুক্তি বাতিল এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিয়ে বিতর্কে বিসিসিআই ও বিসিবির সম্পর্ক যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এই উত্তাপের প্রভাব সিনিয়র পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পড়েছে।
টসের পর আবরার জানান, তাঁর বোলিং আক্রমণ নিয়ে তিনি আত্মবিশ্বাসী। অন্যদিকে মাহাত্রে বলেন, ভারতও প্রথমে বোলিং করতে চাইত, তবে লক্ষ্য তাড়া বা গড়ার জন্য দল প্রস্তুত। শেষ পর্যন্ত মাঠের লড়াই শুরু হলেও, হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার মুহূর্তই ম্যাচের আগে সব আলো কেড়ে নেয়।
Toss news 🗞️#TeamIndia will bat first in their second group game 🆚 Bangladesh!️#ICCMensU19WC | #INDvBAN 👉 LIVE NOW ➡️ https://t.co/DGP23ftABG pic.twitter.com/5hZ9PFHbFL
— Star Sports (@StarSportsIndia) January 17, 2026