জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে পড়ল সেনার গাড়ি, মৃত ১০ আহত ৭ জন

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনায় সেনাবাহিনীর অন্তত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে। আরও ৭ জন জখম হয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটে ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়কের খন্নি টপ এলাকায়।

সূত্রের দাবি, বুলেটপ্রুফ সেনা গাড়িটিতে মোট ১৭ জন সেনা ছিলেন। উচ্চতর পাহাড়ি পোস্টের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই সেনা ও পুলিশের যৌথ দল তল্লাশি ও উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধার অভিযানে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ৭ জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের বিশেষ চিকিৎসার জন্য উধমপুরের সামরিক হাসপাতালে এয়ারলিফট করা হয়েছে।

উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই বারামুলা জেলার গুলমার্গ সেক্টরে অনিতা পোস্টের পথে যাওয়ার সময় দুই সেনা পোর্টার ও এক জওয়ান খাদে পড়ে প্রাণ হারান। ৮ জানুয়ারি ওই দুর্ঘটনার পর সেনা তল্লাশি চালিয়ে পরদিন দুই পোর্টারের দেহ উদ্ধার করে। নিহতরা লায়াকত আহমদ দিদার (২৭) ও ইশফাক আহমদ খাতানা (৩৩), দু’জনই চান্দুসা, বারামুলার বাসিন্দা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen