পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি!
বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণে পরিক্রমা মার্গের কাছে এক মন্দিরের দেওয়ালে হুমকিবার্তা দেখতে পান স্থানীয়েরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৭: পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। মন্দিরের অদূরেই একটি দেওয়ালে লেখা হুমকি বার্তা। আঁকাবাঁকা হস্তাক্ষরে খোদাই করা ওই বার্তা দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সকলেই। যার জেরে তড়িঘড়ি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে মন্দির চত্বর জুড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণে পরিক্রমা মার্গের কাছে এক মন্দিরের দেওয়ালে হুমকিবার্তা দেখতে পান স্থানীয়েরা। ওড়িয়া এবং ইংরেজি, দুই ভাষাতেই লেখা ছিল বার্তাটি। তাতে লেখা ছিল, ‘‘জঙ্গিরা জগন্নাথ মন্দিরে আক্রমণ করবে। মন্দির গুঁড়িয়ে দেওয়া হবে।’’ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও খোদাই করা ছিল বলে দাবি। এ ছাড়া, বেশ কয়েকটি ফোন নম্বর লিখে তাতে ফোন করার ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল ওই বার্তায়। নজরে আসতেই লেখাগুলি দ্রুত মুছে ফেলেন স্থানীয়েরাই।
এই ঘটনার পরই সতর্কতা অবলম্বন করে পশ্চিমবঙ্গ পুলিশ। দিঘার সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরেও নজরদারি বাড়ানো হয়। বুধবার বেলা থেকেই মন্দির চত্বরে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘পুরীর ঘটনার পরই দিঘার জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখানে এই ধরনের কোনও হুমকি পাওয়া না গেলেও, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’’