শ্রীনগরে আবার সন্ত্রাবাদী হানা, নিহত তিন জওয়ান, শোকপ্রকাশ মমতার
নিহত জোয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
December 13, 2021
|
< 1 min read
Authored By:

ফের নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলায় রক্ত ঝরল কাশ্মীরে। সোমবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে জম্মু ও কাশ্মীর সশস্ত্র পুলিশের বাসে দুই জঙ্গির হামলায় নিহত হয়েছেন তিন জওয়ান। আহতের সংখ্যা অন্তত ১৪। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা ‘গুরুতর’ বলে স্থানীয় সূত্রের খবর।
গোয়া সফরকালীন এই খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত জোয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।