‘দেশ থেকে কাউকে তাড়ানো লক্ষ্য নয়’, SIR মামলায় শীর্ষ আদালতে দাবি কমিশনের

January 22, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:৫৫: শীর্ষ আদালতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন মামলা ঘিরে কার্যত চাপে নির্বাচন কমিশন। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, ‘‘কাউকে দেশ থেকে তাড়ানো আমাদের লক্ষ্য নয়। ভোটার তালিকা শুদ্ধকরণই একমাত্র উদ্দেশ্য। আর সেই কাজের জন্যই স্রেফ নাগরিকত্বের বিষয়টি পরীক্ষা হচ্ছে। তার বেশি কিছু নয়। কোনও পুলিসি তদন্তও হচ্ছে না।’’ স্বেচ্ছাসেবী সংস্থা ‘এডিআরে’র আবেদনে এসআইআর মূল মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে।

এসআইআর নিয়ে আম জনতার মনে আতঙ্ক তৈরি হয়েছে। একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভোটার তালিকায় নাম না-থাকলে কি নাগরিকত্ব থাকবে না? তাতে কমিশন বলছে, নাগরিকত্ব যাচাইকরণের অধিকার তাদের নেই। রাকেশ দ্বিবেদী বলেন, এসআইআরের চূড়ান্ত তালিকায় যদি কারও নাম না থাকে, তাহলে তিনি নাগরিক নন, এটা কমিশন ঠিক করতে পারে না। তারা দেশে থাকবেন কি-না, সেটাও কমিশনের বিষয় নয়। কমিশনের মতে, ১৮ ঊর্ধ্ব ভারতীয় নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলাটা সাংবিধানিক কর্তব্য।

শুনানির পর্যবেক্ষণে জয়মাল্য বাগচী বলেন, ভোটার তালিকায় নাম না-থাকা ব্যক্তিদের যদি কোনও কারণে সরকারি সুবিধা পেতে সমস্যা হয়? তার কী হবে? ফলে এসআইআর করাটা কমিশনের কাজ হলেও তা কি বিচারবিভাগের পর্যালোচনার বাইরে? কমিশনের আইনজীবী এতে চুপ করে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen