দু’জন প্রাপ্তবয়স্কের পছন্দের সঙ্গীর সঙ্গে বিয়ে করার অধিকার রয়েছে: এলাহাবাদ হাইকোর্ট

আদালত সাফ জানিয়ে দিল, ধর্ম নির্বিশেষে দু’জন প্রাপ্তবয়স্কের পছন্দের সঙ্গীর সঙ্গে বিয়ে করার অধিকার রয়েছে

September 18, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

লাভ জেহাদ (Love Jihad), ধর্মান্তরকরণের বিরুদ্ধে যখন একের পর এক বিজেপি শাসিত রাজ্যে আইন পাশ হচ্ছে, তখন ভিন ধর্মে বিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ রায় শোনাল এলাহাবাদ হাইকোর্ট (ALlahabad Highcourt)। আদালত সাফ জানিয়ে দিল, ধর্ম নির্বিশেষে দু’জন প্রাপ্তবয়স্কের পছন্দের সঙ্গীর সঙ্গে বিয়ে করার অধিকার রয়েছে। এমনকী, সেই সম্পর্কে তাঁদের মা-বাবা বা অভিভাবকও আপত্তি জানাতে পারবে না। ভিন ধর্মের এক যুগলের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই রায় শুনিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, তাঁদের নিরাপত্তাও নিশ্চিত করেছে।শিফা হাসান এবং তাঁর সঙ্গী পরস্পরকে ভালোবাসেন এবং সম্মতির ভিত্তিতে একসঙ্গে থাকেন। তাঁদের বাড়ি উত্তপ্রদেশে।

মেয়ের বিয়েতে সম্মতি দিয়েছেন হাসানের বাবা। কিন্তু, তারপরেও ভীতি কাটছে না যুগলের। আর সেকারণেই নিরাপত্তা চেয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই আবেদনে শিফা বলেছেন, মুসলমান থেকে ধর্ম পরিবর্তন করে হিন্দু হওয়ার জন্য পৃথক আর্জিও জানিয়েছি। সেই মর্মে সংশ্লিষ্ট থানা থেকে রিপোর্ট তলব করেছেন জেলাশাসক। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। সেখানে আদালত জানায়, যুগল যে ধর্মই মেনে চলুক না কেন, তাঁরা প্রাপ্তবয়স্ক। তাই পছন্দের বিবাহসঙ্গী বেছে নেওয়ার অধিকার তাঁদের রয়েছে। এ নিয়ে কোনও বিতর্ক হতে পারে না। তাই আমাদের বিবেচনায় কেউ এমনকী তাঁদের মা-বাবাও ওদের সম্পর্ককে আপত্তি জানাতে পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen