কলকাতা রোয়িং ক্লাবে এবার ‘ব্লু প্লাক’ ফলক বসানো হচ্ছে

জানবাজারে রানি রাসমণির বাড়িতে ‘ব্লু প্লাক’ ফলক ইতিমধ্যেই বসানো হয়েছে।

November 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জানবাজারে রানি রাসমণির বাড়িতে ‘ব্লু প্লাক’ ফলক ইতিমধ্যেই বসানো হয়েছে। এবার ‘ব্লু প্লাক’ বসানো হচ্ছে রোয়িং ক্লাবে। আগামী মাসে কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে এই ফলক বসানো হবে।

কলকাতার আনাচ কানাচে ছড়িয়ে একাধিক ঐতিহ্যশালী ভবন। সেগুলির স্থাপত্য বা ভাস্কর্য ঐতিহ্যবাহী। আবার বহু জায়গা ঐতিহ্যশালী তালিকায় এসেছে বিখ্যাত মানুষজনের বসবাস বা কর্মক্ষেত্রের জন্য। শহরে এ সমস্ত ঐতিহ্যশালী জায়গাগুলি বিভিন্ন গ্রেডে ভাগ করা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল গ্রেড ওয়ান। লন্ডনের গ্রেড ওয়ান হেরিটেজগুলিতে একটি করে ‘ব্লু প্লাক’ দেওয়া হয়। মানুষকে অবগত করার জন্য। সেই চিন্তাভাবনাকে এবার এই শহরেও প্রয়োগ করা হচ্ছে।

হেরিটেজ সপ্তাহ মাথায় রেখে কয়েক ধাপে এই ফলক বসানোর কাজ হচ্ছে বলে জানানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে এসেছেন প্রাক্তন আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়। আগে এই পদে ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen