নির্দেশ মানেনি কেন্দ্র! দেশে ফেরেননি সোনালিরা, কেন্দ্রের বিরুদ্ধে হাই কোর্টে অবমাননার মামলা পরিবারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২.০০: কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ সত্ত্বেও এখনও দেশে ফেরানো হয়নি বীরভূমের (Birbhum) অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালি বিবি-সহ (Sonali Bibi) ছ’জন ভারতীয়কে। ফলে কেন্দ্রের মোদী সরকারের (Central Govt) বিরুদ্ধে বুধবার আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সোনালির বাবা ভদু শেখ।
২৬ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল, বাংলাদেশে (Bangladesh) আটক সোনালি-সহ ছ’জনকে চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনতে হবে। সময়সীমা শেষ হয়েছে ২৪ অক্টোবর। কিন্তু এক মাস পেরিয়েও কেন্দ্র নির্দেশ পালন করেনি। ফলে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন সোনালির পরিবার।
জানা গেছে, গত জুন মাসে দিল্লিতে কর্মরত বীরভূমের পাইকর থানার বাসিন্দা সোনালি ও সুইটি বিবি-সহ ছ’জনকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ (Delhi Police)। অভিযোগ, তাঁদের অসম (Assam) সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ (Push Back) করা হয়। পরে ২০ অগস্ট বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার পুলিশ তাঁদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সংশোধনাগারে বন্দি এবং তাঁদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া চলছে।
কেন্দ্রীয় সরকারের তরফে ২২ অক্টোবর ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয়েছে। তবে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ছুটি থাকায় শুনানি হয়নি। এখনও সেই মামলার তারিখ নির্ধারিত হয়নি।
সোনালির পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকারও (State Govt)। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম (Samirul Islam) বলেন, “আদালতের নির্দেশ মানছে না কেন্দ্র। তাই বাধ্য হয়েই সোনালির পরিবার আদালত অবমাননার মামলা দায়ের করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে আছেন। সোনালিদের দেশে ফেরাতে আমরা সবরকম আইনি সহায়তা দেব।”