জট কাটাতে আজ ফের বৈঠকের ডাক মুখ্যসচিবের, চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের হাজির থাকতে অনুরোধ
রাজ্যের মুখ্যসচিব ফের বৈঠক ডাকলেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের মুখ্যসচিব ফের বৈঠক ডাকলেন। স্বাস্থ্যভবনে, আজ, সোমবার দুপুর ১২টা নাগাদ বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছেন। অচলাবস্থা কাটাতে উদ্যোগী রাজ্য প্রশাসন। জুনিয়র চিকিৎসকরা তাঁদের অনশন চালিয়ে যাচ্ছেন।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে একাধিক কর্মসূচি পালন করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে প্রতীকী অনশনের ডাক পর্যন্ত দেওয়া হয়েছে। চিকিৎসক সংগঠনগুলিকে ইমেল করে জানানো হয়েছে, সোমবারের বৈঠকে ২ জন করে প্রতিনিধিকে আসতে হবে।
সূত্রের খবর, জুনিয়র চিকিৎসকদের সংগঠনকেও মেল করেছেন মুখ্যসচিব। মঙ্গলবার, পুজো কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দেওয়ায় তাঁদের কাছে অনুরোধ জানিয়েছেন, এই কর্মসূচি থেকে বিরত থাকতে। আজকের বৈঠকের পর কোনও সমাধানসূত্র বের হয় কি-না সেটাই দেখার।