ধারাবাহিকে ঝড়: জীতু–দিতিপ্রিয়া বিতর্কে থমথমে সেট, জীতুর বদলে কাকে দেখা যাবে এবার!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের মধ্যেকার বিতর্ক এখন ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রে। শোনা যাচ্ছে, নায়ক জীতু কমল ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে—শুটিং এখন এগোচ্ছে কীভাবে?
সোমবার প্রযোজনা সংস্থার তরফে দুই অভিনেতার সমস্যার সমাধানে বৈঠক ডাকা হয়েছিল। তবে ২৪ ঘণ্টা পেরিয়েও চ্যানেল, প্রযোজনা সংস্থা বা অভিনেতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা মেলেনি। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন বাড়ছে—নায়ক হিসাবে জীতুকে আর দেখা নাও যেতে পারে। তাঁর জায়গায় রণজয় বিষ্ণুর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেই খবর, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
এদিকে স্টুডিয়োর পরিবেশ নাকি এখন বেশ টানটান। শিল্পীরা শুধুই কাজ নিয়ে ব্যস্ত, অতিরিক্ত আলাপচারিতা নেই বললেই চলে। প্রত্যেকে পেশাদার মনোভাবেই শট দিচ্ছেন। দিতিপ্রিয়া নির্ধারিত সময়ে এসে নিজের শুটিং সেরে চলে গিয়েছেন বলেই জানা যাচ্ছে।
ধারাবাহিক মাঝপথে ছাড়লে অভিনেতাকে দিতে হয় অনাপত্তিপত্র বা ‘এনওসি’। সূত্রের দাবি, জীতু এখনও সেই এনওসি জমা দেননি। ফলে নতুন নায়ক ঠিক হলেও, এখনই তাঁর সেটে ঢোকার পথ মসৃণ নয়। আইনি ও প্রযোজনাগত দিক সামলে নেওয়ার আগেই কেউ কাজ শুরু করতে পারবেন না।
গল্পে এখন দেখানো হচ্ছে—আর্য সিংহ রায় হাসপাতালে ভর্তি। অপর্ণাও নিয়মিত সেখানে রয়েছে, ভীষণ উদ্বিগ্ন। যদি নায়ক পরিবর্তন হয়, হাসপাতালের এই অধ্যায় থেকেই কি গল্প নতুন মোড় নেবে? ধারাবাহিকের অন্দরে এখন এই প্রশ্ন নিয়েই জল্পনা চলছে।
সব মিলিয়ে, জীতু–দিতিপ্রিয়া টানাপোড়েনে সিরিয়ালের ভবিষ্যৎ আপাতত ঝুলে আছে দোটানায়। সিদ্ধান্তের দিকে তাকিয়ে দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রি—সবারই কৌতূহল এখন এক জায়গায় কেন্দ্রীভূত: নায়ক বদলের পথেই কি এগোচ্ছে ধারাবাহিক?