আসেনি ফর্ম? নাম বাদ গিয়েছে, এবার দেশছাড়া হওয়ার আতঙ্কে দিন গুনছে প্রান্তিক বিহার

November 10, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:০০: বিহারে দ্বিতীয় তথা শেষ দফার ভোট মঙ্গলবার। তার আগে আতঙ্ক আর হাহাকারের ছবি প্রান্তিক বিহারে এবং সীমাঞ্চলে। পূর্ণিয়া, কিষানগঞ্জের মতো এলাকাগুলিতে শুধুই আতঙ্কের ছবি। অভিযোগ, SIR-র চূড়ান্ত তালিকায় অনেকেরই নাম নেই। নাম বাদ যাওয়া মানুষগুলির পাশে নেই সরকারও। আশঙ্কা, SIR থেকে নাম বাদ দিয়েছে। এবার দেশছাড়া করবে।

বিহারের সীমাঞ্চলে দিকে দিকে এই ছবি। বেশ কয়েকটি জেলা বাংলা লাগোয়া। সীমাঞ্চলের সোপৌল, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ। সীমাঞ্চলের প্রত্যন্ত গ্রাম গুলিতে এমন অনেকেই আছেন যাঁরা অভিযোগ করছেন ফর্ম এসে পৌঁছয়নি। তাঁরা সবাই এখন ‘ঘুসপেটিয়া’। তাঁদের আশঙ্কা, এবার যদি অনাগরিক বলে দেগে দিয়ে দেশছাড়া করে দেওয়া হয়। বিহারের শাসক শিবিরের নেতারা ভয় দেখিয়ে চলেছেন। আম নাগরিক ক্ষুব্ধ। আতঙ্কিত। অনেকে জীবিত হওয়া সত্ত্বেও SIR-এ মৃত বলে ঘোষণা করে দেওয়ার অভিযোগ উঠছে। খসড়া তালিকা প্রকাশের পর তাঁরা বিডিও দপ্তরে গিয়েছিলেন। তাঁদের ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে বলা হয়। তারপরও চূড়ান্ত তালিকায় নাম নেই বলে অভিযোগ।

বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদবের সাফ অভিযোগ, ‘‘পুরোটা চক্রান্ত। সীমাঞ্চলের এলাকার ভোটারদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। বহু মুসলিম নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বারবার তাঁরা আবেদন করেছেন। কিন্তু শুনানি হয়নি। তাঁদের বাদ দিয়ে এক একটা এলাকায় ৪০০-৫০০ অ-মুসলিম ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, মিথ্যা মামলায় এই ভোটারদের নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আমাকেও প্রাণে মারার চেষ্টা চলছে। বিজেপি ভেবেছে, এভাবে ক্ষমতায় টিকে থাকতে পারবে। হবে না। মানুষ খেপে গিয়েছে। আমাদের পক্ষেই মত দেবে বিহার সীমাঞ্চল।’’

কিষানগঞ্জ থেকে খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছে ১ লক্ষ ৪৬ হাজার নাম। কিষানগঞ্জের সাংসদ মহম্মদ জাভেদের সহকারী এহেসানের অভিযোগ, ‘‘কিষানগঞ্জ, পূর্ণিয়া, কাটিহারে ইচ্ছাকৃতভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি নেতাদের তৈরি করে দেওয়া তালিকা অনুযায়ী।’’ খসড়া তালিকায় পূর্ণিয়ার প্রায় ১ লক্ষ ৯০ হাজার ভোটারের নাম বাদ দেওয়ার পর সুপ্রিম কোর্টের চাপে পড়ে চূড়ান্ত তালিকায় ৮৩ হাজার নাম অন্তর্ভুক্ত করেছে কমিশন।

পূর্ণিয়ার আনাইলি গ্রাম পঞ্চায়েতের অনেকের অভিযোগ, তাঁদের গোটা পাড়ায় কেউ ফর্মই দিতেই আসেনি। শুধু আনাইলি নয়, পীরগঞ্জ, বাহাদুরপুর, বড়হরি সর্বত্র এক ছবি। ৮০টি বিধানসভা কেন্দ্রে মৃত বলে যাঁদের দেখানো হয়েছে, তাঁদের অধিকাংশের বয়স ৫০-র কম। ভাগলপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রে ৫৮ জন মৃত ভোটারের নাম গিয়েছে। তাঁদের ৫০ জনের বয়স ৫০ পেরোয়নি। আনাইলিতেও যাঁদের ফর্ম জমা পড়েনি, তাঁদের মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দানা বেঁধেছে আতঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen