বউভাতেও ছুটি নেই! SIR এর কাজে বরকে ঘরবন্দি করে রাখল ডেডলাইন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২২: এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের চাপ এবার এতটাই বেড়েছে যে বিএলও-দের ব্যক্তিগত জীবন পর্যন্ত থমকে যাচ্ছে। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার নির্দিষ্ট সময়সীমা মেনেই নভেম্বরের শেষের মধ্যে সব ফর্ম আপলোড শেষ করার লক্ষ্য—আর সেই তাড়ায় খাওয়া-দাওয়া, বিশ্রাম তো দূরের কথা, জীবনের বিশেষ অনুষ্ঠানেরও কোনও অবকাশ নেই। মুর্শিদাবাদের ডোমকলের এক বিয়েবাড়িতে যে দৃশ্য দেখা গেল, তা এই চরম চাপের বাস্তব ছবি হয়ে উঠল।
বিয়ের বাড়ি ভরতি অতিথি, আনন্দ-উচ্ছ্বাসে ভরা পরিবেশ—কিন্তু নববিবাহিত বরকে দেখা গেল আলাদা ঘরে বসে ল্যাপটপ-মোবাইল নিয়ে ডাটা এন্ট্রির কাজে ব্যস্ত। শিক্ষক হওয়া সত্ত্বেও বিএলও হিসেবে তাঁর দায়িত্ব ছিল প্রায় ৭৭৪ জন ভোটারের এনুমারেশন ফর্ম বিতরণ, সংগ্রহ ও ডিজিটাইজেশন করা। কাজের জায়গা বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। সময় হাতে কম, অথচ বাকি রয়েছে বিপুল কাজ। তাই বউভাতের দিনও থামেননি তিনি।
পরিবার-পরিজনের উৎসবের মধ্যেও কাজের প্রতি দায়িত্ববোধকে অগ্রাধিকার দিয়ে নিজের মতো করে সময় সামলে নিতে হয়েছে তাঁকে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা মেনে নিখুঁতভাবে কাজ শেষ করতেই এমন পরিস্থিতি তৈরি, যা প্রশাসনিক চাপের প্রকৃত চিত্র তুলে ধরে।
ডোমকলের এই ঘটনার মাধ্যমে স্পষ্ট, SIR-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার পিছনে মানুষের নিরলস পরিশ্রম ও ব্যক্তিগত জীবনের বিসর্জন কতটা বড় ভূমিকা রাখে। ব্যস্ততার মধ্যেও দায়িত্ববোধকে এগিয়ে রেখে তিনি যে কাজ চালিয়ে গিয়েছেন, তা অন্যদের কাছেও এক ধরনের নজির হয়ে থাকছে।