Abhishek Banerjee: অভিষেকের প্রশ্নের উত্তরই দিতে পারলোনা রেলমন্ত্রক!
অভিষেক জানতে চেয়েছিলেন, এই প্রকল্পের অধীনে বিভিন্ন রাজ্যে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কতগুলি স্টেশনের কাজ শেষ হয়েছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৬: লোকসভায় অমৃত ভারত (Amrit Bharat) স্টেশন প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উত্থাপিত প্রশ্নের স্পষ্ট জবাব দিতে ব্যর্থ কেন্দ্রীয় রেলমন্ত্রক। অভিষেক জানতে চেয়েছিলেন, এই প্রকল্পের অধীনে বিভিন্ন রাজ্যে কত টাকা বরাদ্দ করা হয়েছে এবং কতগুলি স্টেশনের কাজ শেষ হয়েছে। কিন্তু রেলমন্ত্রকের (Ministry of Railways) পক্ষ থেকে দেওয়া ন’পাতার বিস্তৃত উত্তরে রাজ্যভিত্তিক বা সালভিত্তিক কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মধ্যে ছিল অমৃত ভারত প্রকল্প চালু হওয়ার পর থেকে কোন রাজ্যে কতগুলি স্টেশন অনুমোদিত হয়েছে, কতগুলির কাজ শেষ হয়েছে, এবং বরাদ্দকৃত অর্থের কত অংশ খরচ করা হয়েছে। রেলমন্ত্রকের জবাবে শুধু সামগ্রিক কিছু সংখ্যা জানানো হয়েছে – গত তিন বছরে এই প্রকল্পের জন্য ৩৮ হাজার ৫৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ২৫ হাজার ৯২৭ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া, প্রথম পর্যায়ে ১০৫টি স্টেশনের সংস্কারের কাজ সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, তবে কোন রাজ্যে কতগুলি স্টেশন রয়েছে বা সেখানে কত টাকা বিনিয়োগ করা হয়েছে, সেই বিবরণ দেওয়া হয়নি।
তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, সরকার ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নের জবাব এড়িয়ে গেছে। তাদের দাবি, অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার অস্বস্তিকর অবস্থায় পড়েছিল, এবং এবারও সেই একই কৌশল অবলম্বন করা হয়েছে। রাজনৈতিক মহলের বিশ্লেষকদের মতে, অমৃত ভারত প্রকল্পে বিরোধী-শাসিত (opposition ruled) রাজ্যগুলোকে কম বরাদ্দ দেওয়ার তথ্য এড়াতেই সরকার বিস্তারিত হিসেব প্রকাশ করতে চাইছে না।