ছেলে SIR-র শুনানিতে ডাক পেতে অসুস্থ মা, রাস্তাতেই চলে গেল প্রাণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: ফের ‘এসআইআর আতঙ্কে’ মৃত্যু বঙ্গে। হাসপাতালে আর পৌঁছতে হল না। পথেই মৃত্যু হল বৃদ্ধার। একমাত্র রোজগেরে পুত্রের নামে শুনানির নোটিশ আসতেই অসুস্থ হয়ে পড়েন মা। হাসপাতালের পথে মৃত্যু হল প্রৌঢ়ার। মৃতার নাম জাইরা বিবি। নদিয়ার নাকাশিপাড়া থানার নতুন বেতাই গ্রামের ১৮২ নম্বর বুথের বাসিন্দা তিনি।
জাইরা বিবির পুত্র শুক্রবার সন্ধ্যায় নোটিশ পান। রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। শনিবার শারীরিক অবস্থার অবনতি হয়। ৬২ বছরের জাইরা বিবির আতঙ্ক ছিল ‘ডিটেনশন ক্যাম্পে’ যেতে হতে পারে তাঁর পুত্রকে। ধীরে ধীরে আতঙ্ক বাড়ছিল। সেই আতঙ্ক থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন।
BLO শুক্রবার সন্ধ্যায় শুনানির নোটিশ দেন। পরিবারের দাবি, নোটিশ পাওয়ার পর থেকে অসুস্থ বোধ করেন জাইরা। শনিবার সকালে তাঁকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।
পরিবারে পাঁচ সদস্যের মধ্যে তিনজন মানসিক প্রতিবন্ধী। নিজেও সুস্থ ছিলেন না ওই বৃদ্ধা। জাইরার পুত্র আস্তারুল শেখ ভিন রাজ্যে কাজে গিয়েছেন। তিনিই একমাত্র রোজগেরে। তাঁর নামে শুনানি-নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন জাইরা। অভিযোগ, অনেকেই নাকি তাঁকে বলেন ছেলেকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। তাতেই অসুস্থ হয়ে পড়েন এবং শেষে মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে তৃণমূল।