সোমে শুরু রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন, কী কী পরিকল্পনা সরকার পক্ষের?
রাজভবন ও রাষ্ট্রপতি ভবনকে হাতিয়ার করে কেন্দ্র সরকার রাজ্যের কার্যকলাপে অসহযোগিতা করছে বলে অভিযোগ শাসকদলের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৪০: আগামীকাল, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। চলছে ৪ সেপ্টেম্বর অবধি। কী কী বিষয়ে আলোচনা হতে পারে? কেন বসছে বিশেষ অধিবেশন?
বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, আক্রমণের বিরুদ্ধে প্রস্তাব পেশ হতে পারে। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (SIR) বিরোধিতা করেও প্রস্তাব পাশ করানো হতে পারে। স্বরাষ্ট্র দপ্তরের কাছে চিঠি দিয়ে অনুমোদনের অপেক্ষায় থাকা বিল সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। মনে করা হচ্ছে, বিধানসভায় এই নিয়ে বিজেপিকে আক্রমণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিধানসভায় পাশ হলেও এখনও রাজভবন বা রাষ্ট্রপতির অনুমোদন না-পাওয়ায় আইন হয়ে উঠতে পারেনি অজস্র বিল, সে বিষয়েও আলোচনায় হতে পারে। কেন্দ্রের বিরুদ্ধে দীর্ঘসূত্রিতা ও অসহযোগিতার অভিযোগে সুর চড়াতে পারে সরকার পক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আলোচনায় অংশ নেবেন। দিল্লি বা রাজভবনে অনুমোদনের অপেক্ষায় আটকে থাকা বিলের জেরে আম জনতার পরিষেবা ও ন্যায়বিচার ব্যাহত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ শানাবেন তাঁর বক্তৃতা থেকে। রাজভবন ও রাষ্ট্রপতি ভবনকে হাতিয়ার করে কেন্দ্র সরকার রাজ্যের কার্যকলাপে অসহযোগিতা করছে বলে অভিযোগ শাসকদলের। বস্তুত বিশেষ অধিবেশন হয়ে উঠতে চলেছে কেন্দ্র ও রাজ্যের সংঘাতের মঞ্চ।