কলকাতা পুরভোটের শেষে কী বলল রাজ্য নির্বাচন কমিশন? জেনে নিন

কমিশন জানিয়েছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে

December 19, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ দিনের শেষে কলকাতা পুরসভার ভোট নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, শহরের মোট ১৬৫৬টি ভোটগ্রহণ কেন্দ্রে ১৪৪টি ওয়ার্ডের ভোটগ্রহণ করা হয়েছে। মোট বুথের সংখ্যা ছিল ৪ হাজার ৯৫৯টি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে দুটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। যার মধ্যে একটি খান্না স্কুলের সামনে। খান্নার ঘটনায় কেউ আহত হননি। এব্যাপারে এন্টালি থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আর দ্বিতীয় বোমা নিক্ষেপ হয়েছে আমহার্স্ট স্ট্রিটে। সেখানে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে কন্ট্রোল রুম চালু হয়েছে। লাগাতার ২৪ ঘণ্টা কাজ করেছে। বিভিন্ন মাধ্যম থেকে মোট ৪৫৩টি অভিযোগ জমা পড়েছে। ৫৫টি ইভিএম পরিবর্তন করা হয়েছে। আজকে মোট ১৯৫ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুথ দখলের কোনও অভিযোগ নেই। সব কিছু খতিয়ে দেখা যাচ্ছে। কোথাও কোনও অচল সিসিটিভি ছিল না।

নির্বাচনের শেষ মুহূর্তে কিছু কোভিড রোগীও ভোট দিয়েছেন, জানাল কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen