রাজ্য সরকার ঢেলে সাজাচ্ছে লাভপুরের ফুল্লরা সতীপীঠ

এই মন্দিরে মায়ের কোনও বিগ্রহ নেই। একটি কূর্মাকৃতির শিলাখণ্ড দেবী রূপে পূজিত হয়ে থাকে।

September 12, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বীরভূমের বোলপুর মহকুমার লাভপুরে রয়েছে ফুল্লরা সতীপীঠ। পুরাণে বর্ণিত হয়েছে, লাভপুরের এই স্থানে মা সতীর নীচের ঠোঁট বা ফুল পড়েছিল। সেই থেকেই এখানকার নাম হয় ফুল্লরা। এই মন্দিরে মায়ের কোনও বিগ্রহ নেই। একটি কূর্মাকৃতির শিলাখণ্ড দেবী রূপে পূজিত হয়ে থাকে।

গর্ভগৃহের পাশেই রয়েছে একটি বিরাট পুকুর। কিংবদন্তি অনুযায়ী রামচন্দ্র শরৎকালে দুর্গাপূজার সময়ে যে ১০৮টি পদ্ম সংগ্রহ করেছিলেন, সেই ফুল এই পুকুর থেকেই নিয়ে গিয়েছিলেন হনুমান। এই সতীপীঠে ফুল্লরা দেবীর মন্দির প্রথম প্রতিষ্ঠা করেন কৃষ্ণানন্দ গিরি। জানা যায়, একসময়ে মন্দিরের চূড়ায় স্বর্ণকলস শোভা পেত। প্রচলিত রীতি অনুযায়ী অন্যান্য পীঠের মতো এখানেও রয়েছে বিশ্বেশ্বর ভৈরব শিবের মন্দির। বর্তমান মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়। বরাদ্দ টাকায় মন্দির সংলগ্ন এলাকায় নতুন গেস্ট হাউস তৈরি হবে দূর দূরান্তের পর্যটকদের রাত্রিবাসের জন্য। তার সামনেই পূজা সামগ্রীর আটটি দোকান ঘর করা হবে। সেগুলিকে ভাড়া দেওয়া হবে স্থানীয় মানুষদের।

এবার রাজ্য সরকারের পর্যটন বিভাগের তরফে ঢেলে সাজানো হবে ফুল্লরা সতীপীঠ। মন্দির সংলগ্ন এলাকায় নতুন গেস্ট হাউস তৈরি হবে দূর দূরান্তের পর্যটকদের রাত্রিবাসের জন্য। তার সামনেই পূজা সামগ্রীর আটটি দোকান ঘর করা হবে। সেগুলিকে ভাড়া দেওয়া হবে স্থানীয় মানুষদের। এই দোকানঘরের উপরে দু’টি ডরমেটরি রুম তৈরি হবে সাধুসন্তদের জন্য। মূল মন্দিরের সামনে আটচালার মধ্যে তিনটি আলাদা জায়গায় তৈরি হবে যজ্ঞস্থল। তার সঙ্গে শিশুদের জন্য মন্দির সংলগ্ন ফাঁকা জায়গায় গড়ে উঠবে বিনোদন উদ্যান। পার্ক সহ আশপাশের এলাকায় একাধিক বসার আসন তৈরি হবে। রোদ ও বৃষ্টি থেকে বাঁচতে তার উপর করা হবে শেড। এছাড়াও মন্দির সংলগ্ন এলাকা ও পার্শ্ববর্তী স্থানগুলির সৌন্দর্যায়ন করা হবে। সেখানে স্থান পাবে পৌরাণিক বিভিন্ন স্থাপত্য ও ভাস্কর্য। অতি দ্রুত এই সমস্ত কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen