বেহালা আদর্শপল্লির দুর্গাপুজোর থিম ‘শতবর্ষে ঋত্বিক’, চমক প্রতিমাতেও

পাড়ায় পাড়ায় চূড়ান্ত পর্যায়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন পুজো মানেই থিমের লড়াই। একে অন্যকে টক্কর দেওয়া।

August 7, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৪: পাড়ায় পাড়ায় চূড়ান্ত পর্যায়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন পুজো মানেই থিমের লড়াই। একে অন্যকে টক্কর দেওয়া। ৬৮তম বর্ষে বেহালা আদর্শপল্লি দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘শতবর্ষে ঋত্বিক’। এবছর বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী। তাঁকে সম্মান জানিয়ে আদর্শপল্লি তাদের মণ্ডপ গড়ছে।

দেশভাগের ব্যথার ছবি ফুটে উঠবে মণ্ডপে। ঋত্বিক ঘটকের ছবিতে উঠে এসেছিল ছিন্নমূল মানুষের কথা। সে কথাই ফুটে উঠবে পুজোর থিমে। কাঁটাতার দিয়ে ঘেরা হবে মণ্ডপ। বড় চমক থাকছে প্রতিমায়। ঋত্বিক ঘটকের অন্যতম সেরা ছবি ‘মেঘে ঢাকা তারা’-র অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মুখের আদলে আদর্শপল্লির দুর্গা প্রতিমার মুখ তৈরি হচ্ছে। প্রতিমা গড়ছেন কুমোরটুলির শিল্পী মিন্টু পাল।

পুজো কমিটির কর্তাদের কথায়, ‘মেঘে ঢাকা তারা’র নীতার আর্তনাদ শুনতে পাবেন মানুষ।
মণ্ডপে দেশভাগ ও সেই সময় মহিলাদের আত্মত্যাগের কথা তুলে ধরা হবে। ক্লাব কর্তাদের মতে, প্যালেস্তাইন থেকে সুদান, আফগানিস্তান থেকে ভেনেজুয়েলা, ইউক্রেন থেকে বাংলাদেশ, পৃথিবীর প্রতিটি বাস্তুহারা সংসারে নীতাদের আত্মাহুতি দেখা যায়। ঋত্বিকের শতবর্ষে সেই নীতাদের বাঁচার আর্তিই তুলে আনছেন আয়োজকেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen