চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে ময়নাগুড়ির খাগড়াবাড়ির বাসিলারডাঙ্গা গ্রাম
বুধবার রাতে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। বাসিন্দাদের দাবি, বনদপ্তর এলাকায় খাঁচা পাতুক।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ পঞ্চায়েতের বাসিলারডাঙ্গা গ্রাম চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছে। লাঠি হাতে ঘুরছেন গ্রামবাসীরা, আতঙ্কে তাঁরা কৃষিজমিতে যাচ্ছেন না, ভয়ে ভয়ে শিশুদের স্কুলে পাঠাচ্ছেন না। বাসিন্দাদের একাংশের দাবি, স্থানীয় এক চা বাগানে স্বচক্ষে পূর্ণবয়স্ক দু’টি চিতাবাঘ-সহ কয়েকটি শাবক দেখতে পেয়েছেন তাঁরা। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাতে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ। বাসিন্দাদের দাবি, বনদপ্তর এলাকায় খাঁচা পাতুক।
জানা গিয়েছে, বুধবার বিকেল বাসিলাডাঙ্গার বাসিন্দা জনৈক দীপু দাস, প্রথমে দু’টি চিতাবাঘ দেখতে পান। কয়েকটি শাবককেও দেখতে পান তিনি। খবর জানাজানি হতে প্রচুর লোকজন রাতেই চা বাগানের সামনে ভিড় জমান। প্রমথ মোদক নামে আরেক বাসিন্দাও বুধবার রাতে দু‘টি চিতাবাঘ দেখতে পান। আরও অনেকেই চিতাবাঘের তিনটি শাবককে চা বাগানের জমির সামনে দেখতে পান। এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা এখন গবাদিপশু জমিতে নিয়ে যাচ্ছেন না। আতঙ্কে দিন কাটছে তাঁদের। বনদপ্তরকে পদক্ষেপ করার আহ্বান জানান তাঁরা। সন্ধ্যার পর চা বাগানে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।