‘রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে সমন্বয় দরকার’ ঘুরিয়ে মোদীকে কটাক্ষ রামনার?

কটকে ওড়িশা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন তিনি।

September 26, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাষ্ট্রের তিন অঙ্গ— বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সমন্বয় দরকার। তবেই বিচার প্রদানের উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। শনিবার এই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামনা। কটকে ওড়িশা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির নয়া ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন তিনি।


এদিনের অনুষ্ঠানে প্রধান বিচারপতি রামনা বলেন, মানুষের সাধারণ ধারণা হল আইন তৈরি করা আদালতের দায়িত্ব। এই ধারণায় বদল আনতে হবে। আর এই কাজে রাষ্ট্রের বাকি দুই অঙ্গ, অর্থাৎ আইন ও শাসন বিভাগের ভূমিকা বিশাল গুরুত্বপূর্ণ। পুরনো আইনগুলি খতিয়ে দেখে সেগুলি সংস্কার করা প্রয়োজন আইন বিভাগের। সেগুলি যাতে সাধারণ মানুষ ও বর্তমান সময়ের উপযোগী করে তোলা যায়। আমাদের আইনগুলি যাতে বাস্তবতার সঙ্গে খাপ খায়, সেই দিকে জোর দেওয়ার কথা বলছি। সংশ্লিষ্ট আইনগুলিকে সহজ পথে প্রয়োগের দায়িত্ব নিতে হবে শাসন বিভাগকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সাংবিধানিক প্রত্যাশাগুলি বাস্তবায়িত করার জন্য আইন ও শাসন বিভাগকে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই একমাত্র বিচার বিভাগকে আইন প্রণেতার ভূমিকায় অবতীর্ণ হতে হবে না। শুধুমাত্র আইনের ব্যাখ্যাকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। দিনের শেষে, রাষ্ট্রের তিন অঙ্গ হাত মিলিয়ে কাজ করলে তবেই বিচার প্রদানের পথে বাধাগুলি সরানো সম্ভব হবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen