ফেব্রুয়ারি থেকেই দেশজুড়ে ব্যাঙ্কের নিয়মের বিরাট পরিবর্তন আসতে চলেছে! একনজরে দেখে নিন

UPI লেনদেন থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আসতে চলেছে বিরাট বদল।

February 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফেব্রুয়ারি মাস থেকেই দেশজুড়ে ব্যাঙ্কে এই বড় পরিবর্তনগুলি ঘটতে চলেছে যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের পকেটে। UPI লেনদেন থেকে শুরু করে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে আসতে চলেছে বিরাট বদল।

১লা ফেব্রুয়ারি থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স-এর পরিমাণ পরিবর্তন হবে। এমন পরিস্থিতিতে, অ্যাকাউন্টধারীদের তাদের সঞ্চয় অ্যাকাউন্টে উচ্চতর ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। এর আগে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টধারীদের জন্য ন্যূনতম ৩০০০ টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ছিল। এখন ন্যূনতম ব্যালেন্স ৫০০০ টাকা করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য, তাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা করা হবে। একই সাথে, ক্যানারা ব্যাংক কর্তৃক ন্যূনতম ব্যালেন্সের সীমা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হবে। যদি ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখা হয় তাহলে অ্যাকাউন্টধারীদের জরিমানা দিতে হতে পারে।

সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বৃদ্ধি পেতে পারে। বর্তমানে সুদের হার ৩ শতাংশ তা বেড়ে ৩.৫ শতাংশ হতে পারে।

এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়তে পারে। তিন বার টাকা তোলার পর থেকে যতবার টাকা তুলবেন ততবার ২৫ টাকা চার্জ দিতে হবে। এর আগে পর্যন্ত এই চার্জ ২০ টাকা ছিল যা বাড়িয়ে ২৫ টাকা ধার্য হতে পারে। ফলে বাড়তে পারে মধ্যবিত্তের সমস্যা।

ডিজিটাল ব্যাঙ্কিং এর ক্ষেত্রেও আসবে বিশেষ কিছু পরিবর্তন। অনলাইন ব্যাঙ্কিং এর ক্ষেত্রকে আরও নিরাপদ করার জন্য বিশেষ কিছু পরিবর্তন হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen