‘’এখানে থেকে লাভ নেই, আসুন বিজেপিতে” – ২৬শের ভোটের আগে ‘বিক্ষুব্ধ’ CPM নেতাদের বার্তা পদ্ম পার্টির

September 16, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: ২০১৯ সালের লোকসভা ভোট থেকেই বামের ভোটের বড় অংশ গিয়েছে বিজেপির ঝুলিতে। সেই প্রবণতা পঞ্চায়েত ভোটের ফলাফলেও স্পষ্ট হলেও বাম শিবির আশা করেছিল, ২০২৪ সালে পরিস্থিতি ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সামনে ২০২৬ সালের বিধানসভা ভোট। তার আগেই সিপিএমের ছাত্র-যুব সংগঠনের একাংশের মধ্যে ‘অসন্তোষ’ চিহ্নিত করে যোগাযোগ শুরু করেছে বিজেপি (BJP)।

দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব বর্ধমানের কয়েকজন বাম যুব-নেতার কাছে গত ক’দিন ধরেই বার্তা পৌঁছেছে। কারও সঙ্গে সরাসরি সাক্ষাৎ, কারও কাছে ফোনে- বার্তা একটাই, ‘’এখানে থেকে লাভ নেই, আসুন বিজেপিতে। তৃণমূলকে হারাতে হলে আমরাই বিকল্প।’’

খবর অনুযায়ী, যাঁরা বার্তা পেয়েছেন, তাঁদের অনেকেই দীর্ঘদিন সংগঠনে কাজ করেও জেলা বা শীর্ষ স্তরে জায়গা পাননি। ফলে ক্ষোভ ও বঞ্চনার অনুভূতি তাঁদের মধ্যে প্রকট। বিজেপি সেই জায়গাটিকেই লক্ষ্য করছে। এক যুবনেতা জানিয়েছেন, ফেসবুকের পোস্ট দেখে তাঁর অসন্তোষ বোঝা গিয়েছে, তারপরেই বিজেপির তরফে বার্তা পাঠানো হয়। তবে যাঁরা যোগাযোগ পেয়েছেন, তাঁদের মধ্যে দু’জন সরাসরি অস্বীকার করলেও একজন আপাতত সময় নিয়েছেন।

রাজ্য রাজনীতিতে এমন দৃষ্টান্ত নতুন নয়। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ- বহু বাম নেতা অতীতে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার সাংগঠনিক স্তরে ‘অবহেলিত’ নেতাদের দিকেও হাত বাড়াচ্ছে পদ্ম শিবির।

তবে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী এই ঘটনাকে ‘ব্যতিক্রম’ বলেই দেখছেন। তাঁর কথায়, ‘‘সার্বিক ভাবে বিজেপি বার্তা পাঠাচ্ছে, তা নয়। মানুষও জানেন তৃণমূলের বিকল্প কখনওই বিজেপি হতে পারে না।’’

অন্যদিকে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, ‘‘আমরা বরাবরই বলেছি, বামের ভোটে পুষ্ট হয়েছে বিজেপি। এবার তার আরও প্রমাণ মিলল।’’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen