Weather update : ঠান্ডার কতটা প্রভাব থাকবে আজ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.২০: বৃষ্টি বিদায় নিয়েছে অবশেষে বাংলা থেকে আর এবার পালা শীতের জাকিয়ে বসার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে উপকূল সংলগ্ন এলাকায় হালকা মেঘ থাকতে পারে।পশ্চিমের জেলাগুলোতেও বাড়বে শীত। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সেখানে বৃষ্টি না হলেও হালকা কুয়াশা থাকার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
রবিবার থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়লিও খুব বেশি পারা পতনের সম্ভাবনা নেই। আজ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশথাকলেও বাকি জেলায় মূলত পরিস্কার আকাশথাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা ধোঁয়াশা কিছু জেলার কিছু অংশে। পশ্চিমের জেলায় ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা। রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। তবে এখনই খুব বেশি পারদ পতন হবেনা। একটানা শুষ্ক আবহাওয়াই থাকবে আগামী এক সপ্তাহ।