আমেরিকায় প্রবেশে বাধা এই ১২ দেশের, ভারত আছে কি তালিকায়?

June 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১১:৩৭: ১২টি দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিনকয়েক আগেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের উৎখাতের কথা বলেছিলেন ট্রাম্প।

দেশের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের এই নয়া নির্দেশিকা কার্যকর হবে আগামী সোমবার থেকে।

কোন কোন দেশের উপরে এই নিষেধাজ্ঞা: আফগানিস্তান, মায়ানমার, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, চাড, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনিয়া, এরিট্রিয়া, ও হাইতি

এছাড়াও আরও ৭টি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে ট্রাম্প বলেছেন, “আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং জনগণের স্বার্থ রক্ষায় আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে। সম্প্রতি কলোরাডোতে ইজরায়েলিদের শান্তি মিছিলে হামলাই তাঁকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে, অতি মাত্রায় বিদেশিদের প্রবেশ আমাদের জন্য কতটা বিপজ্জনক হয়ে উঠছে।ট্রাম্প ইউরোপে যেটা ঘটেছে, আমরা তা আমেরিকায় হতে দেব না। আমরা এমন কোনও দেশকে খোলা দরজা দেব না, যেখান থেকে আগতদের সঠিকভাবে যাচাই বা পর্যবেক্ষণ সম্ভবই নয়।” মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, “যারা আমাদের ক্ষতি করতে চায়, তাদের আমাদের দেশে ঢুকতে দেব না।”

উল্লেখ্য, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখনও ইরাক, সিরিয়া, ইরান, সুদান, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেনের মতো মুসলিম প্রধান দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। কিন্তু পরে ২০২১ সালে জো বাইডেন এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen