এবার পুজোয় প্রাইম টাইম বাংলার দখলে!বৈঠকে রাজ্যের ঐতিহাসিক সিদ্ধান্তে খুশি টলিউড

টলিউডের অভিনেতা, প্রযোজক থেকে পরিচালক দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিলেন যে বড় বাজেটের হিন্দি ছবির ভিড়ে বাংলার ছবি প্রাপ্য জায়গা পায় না।

August 22, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: বাংলা সিনেমার স্বার্থে রাজ্য সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ এবার বদলে দিতে চলেছে প্রেক্ষাগৃহের চিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সম্প্রতি একটি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে শহর ও জেলার সমস্ত সিনেমা হলে প্রাইম টাইমে বাংলা সিনেমা চালানো বাধ্যতামূলক।

টলিউডের অভিনেতা, প্রযোজক থেকে পরিচালক সবাই দীর্ঘদিন ধরেই অভিযোগ জানাচ্ছিলেন যে বড় বাজেটের হিন্দি বা অন্যান্য ভাষার ছবির ভিড়ে বাংলার ছবি প্রাপ্য জায়গা পায় না। বিশেষ করে দুর্গাপুজোর মতো উৎসবের মরশুমে, যখন একাধিক বাংলা ছবি মুক্তি পায়, তখন প্রায়ই দেখা যায় বড় হিন্দি সিনেমা শো টাইম দখল করে নেয়। এর ফলে প্রযোজক ও কলাকুশলীদের বিনিয়োগ ফেরত আসা কঠিন হয়ে দাঁড়ায়।

এবার সেই সমস্যা সমাধানেই এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে সিনেমা স্ক্রিনিং কমিটির প্রথম বৈঠক আয়োজিত হয়। উপস্থিত ছিলেন অভিনেতা-প্রযোজক দেব, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, প্রযোজক ফিরদৌসল হাসান, রানা সরকার ও পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী সহ টলিউডের একাধিক মুখ।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল দুর্গাপুজোর মরশুমে বাংলা ছবির শো টাইম। সিদ্ধান্ত হয়েছে প্রাইম টাইমে প্রাধান্য পাবে শুধুই বাংলা ছবি। চারটি বড় বাংলা ছবিকে সময় ভাগ করে প্রেক্ষাগৃহে চালানো হবে।

বৈঠক শেষে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, “আজকের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ। বাংলার ছবির জন্য এটা দারুণ খবর। পুজোর সময় একাধিক ছবি মুক্তি পাচ্ছে, সেগুলি সমানভাবে জায়গা পাবে। এর ফলে প্রযোজক, কলাকুশলী ও সবচেয়ে বড় কথা দর্শক সবাই উপকৃত হবেন।”

এর আগে টলিউডের বহু শিল্পী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছিলেন যাতে বাংলার ছবি প্রাপ্য মর্যাদা পায়। অবশেষে তাঁদের সেই দাবিই মেনে নিল রাজ্য সরকার।

এই সিদ্ধান্তে শিল্পীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি দর্শকরাও এখন আশাবাদী বাংলা সিনেমা নতুন করে জায়গা করে নেবে বাংলার হৃদয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen