এবার টলিউডে ইডির হানা, অঙ্কুশকে কর্নাটকে হাজিরার নির্দেশ, কেন?

অঙ্কুশ হাজরার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন

August 30, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:০০: এবার টলিউডের ইডির হানা। বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা এবং প্রযোজক অঙ্কুশ হাজরার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী, তাঁকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছিলেন।

প্রায় এক মাস আগে কর্নাটক-ভিত্তিক এক অবৈধ গেমিং ও বেটিং অ্যাপকে কেন্দ্র করে বড়সড় তদন্ত শুরু করে ইডি। সেই মামলায় দেশের বিভিন্ন প্রান্তের একাধিক নামজাদা অভিনেতা, কমেডিয়ান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের নাম উঠে আসে। তালিকায় রয়েছেন দক্ষিণী ছবির তারকা রানা দগ্গুবতী, কপিল শর্মা, বিজয় দেবরাকোন্ডারর সহ আরও অনেক বড় বড় নাম। এবার সেই তালিকায় যুক্ত হল টলিউড তারকা অঙ্কুশ হাজরার নামও।

তদন্তকারীদের সন্দেহ, বেটিং অ্যাপগুলির মাধ্যমে অবৈধভাবে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু তাই নয়, সেই অর্থ হাওয়ালা চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর্থিক লেনদেন ও প্রচারের বিনিময়ে পাওয়া অর্থ সম্পর্কে বিস্তারিত জানার জন্যই অঙ্কুশকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে কর্নাটকে উপস্থিত থাকতে হবে।

এখনও পর্যন্ত অঙ্কুশ হাজরা বা তাঁর টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে টলিপাড়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। পুজোর মরশুমের আগেই এমন ঘটনায় চাপে পড়লেন অভিনেতা। অনেকেই মনে করছেন, তাঁর জনপ্রিয়তা ও তারকাখ্যাতিকে কাজে লাগিয়েই বেআইনি অ্যাপ সংস্থাগুলি প্রচার বাড়াতে চাইছিল।
এই মুহূর্তে টলিউডের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে অঙ্কুশ হাজরার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ। তাঁর ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তাঁকে সমর্থন করছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে সবশেষে তদন্তেই পরিষ্কার হবে অভিনেতা সত্যিই কোনও বেআইনি কাজে যুক্ত ছিলেন কি না, নাকি নাম মাত্রই জড়ানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen