Thackeray: এবার নির্বাচনী ময়দানেও একজোট উদ্ধব ও রাজ ঠাকরে

মুম্বই, থানে-সহ বিভিন্ন পুরনিগমে বিজেপির দাপট ভাঙতে শিবসেনা ও MNS-এর এই সম্ভাব্য জোট কতটা কার্যকর হবে, তা এখনই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

August 16, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
This time, Uddhav and Raj Thackeray are in an alliance in the election arena too.
This time, Uddhav and Raj Thackeray are in an alliance in the election arena too.

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৮: মুম্বই পুরনির্বাচন (Municipal Elections) আসন্ন। এর মধ্যে শিবসেনা (UBT)-এর সাংসদ সঞ্জয় রাউত শুক্রবার সকলকে চমক দিয়ে ঘোষণা করেছেন, উদ্বব ঠাকরে (Uddhav Thackeray) এবং রাজ ঠাকরে (Raj Thackeray) একসাথে নির্বাচনে লড়বেন এবং জয়ী হবেন।

সঞ্জয় রাউতের দাবি, মারাঠি ভোটারদের (Marathi voters) ঐক্যবদ্ধ শক্তিতে এই দুই নেতার জোট অপরাজেয় হবে। তিনি বলেন, “ঠাকরে ভাইয়েরা (উদ্ধব ও রাজ) একসাথে মুম্বই, থানে, নাসিক ও কাল্যাণ-ডোম্বিভালির পুরনিগম নির্বাচনে লড়বেন এবং জয়ী হবেন। রাজ ও উদ্ধব শক্তি হল মারাঠি ভাষাভাষীদের ঐক্যের শক্তি। এখন কোনও শক্তিই ‘মারাঠি মানুষ’-এর এই জোটকে ভাঙতে পারবে না।”

তিনি আরও জানান, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সাথে জোট গঠনের আলোচনা চলছে। এই জোট বাস্তবায়িত হলে মারাঠি ভোটব্যাঙ্ক একজোট হয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

১৩ বছর পর প্রথমবারের গত ২৭শে জুলাই মানসে প্রধান রাজ ঠাকরে মুম্বইয়ের বান্দ্রার মাতোশ্রী ভবনে শিবসেনা (UBT) নেতা ও তাঁর খুড়তুতো ভাই উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন এবং তাঁর ৬৫তম জন্মদিনে শুভেচ্ছা জানান। এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

মুম্বই, থানে-সহ বিভিন্ন পুরনিগমে (Municipal Corporations) বিজেপির (BJP) দাপট ভাঙতে শিবসেনা (UBT) ও MNS-এর এই সম্ভাব্য জোট কতটা কার্যকর হবে, তা এখনই দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen