Gen-Z: নেপালের পর এবার পথে মেক্সিকোর জেন-জি, আন্দোলনে আহত শতাধিক

November 16, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.৪০: মেক্সিকোতে (Mexico) দুর্নীতি, অপরাধ ও অশান্তির বিরুদ্ধে শনিবার হাজার-হাজার মানুষ রাজধানীর পথে নেমে বিক্ষোভে অংশ নিলেন। তরুণ প্রজন্ম বিশেষত জেন-জি (Gen-Z) শ্রেণির বিশাল জমায়েতে যোগ দিলেন বিভিন্ন বিরোধী দলের প্রবীণ সমর্থকরাও। অধিকাংশ সময় শান্তিপূর্ণ থাকলেও, শেষদিকে কিছু তরুণের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মেক্সিকো সিটির নিরাপত্তা দপ্তরের প্রধান পাবলো ভাসকেজ জানিয়েছেন, সংঘর্ষে মোট ১২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জনই পুলিশকর্মী। বিক্ষোভকারীরা আইটি-পাথর, আতশবাজি, লাঠি ও লোহার চেন দিয়ে পুলিশকে আক্রমণ করেন এবং কয়েকটি ঢাল ও অন্য সরঞ্জাম কেড়ে নেন বলে জানা যাচ্ছে।

বিক্ষোভকারীদের হাতে দেখা যায় জলদস্যুর খুলি আঁকা পতাকা, যা জেন-জি আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে। চলতি বছর বিশ্বের নানা দেশে এই তরুণ প্রজন্মের বড়-বড় গণবিক্ষোভ দেখা গিয়েছে। এই তরুণেরা বারবার রাস্তায় নেমেছেন সামাজিক বৈষম্য, গণতন্ত্রের হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুতে।

সবচেয়ে বড় জেন-জি বিক্ষোভ হয়েছিল নেপালে, যেখানে সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলনের পর শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

মেক্সিকোর তরুণেরা বলছেন, দেশের দীর্ঘদিনের সমস্যা, অব্যাহত দুর্নীতি, বিচারহীনতা এবং বেড়ে চলা হিংসাজনিত অপরাধ, তাঁদের ভবিষ্যত অন্ধকারে ঠেলে দিয়েছে। সেই ক্ষোভই এবার রাস্তায় বিস্ফোরিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen