যত্রতত্র জঞ্জাল ফেললেই লক্ষ টাকা জরিমানা! জানেন কোথায় চালু হল এই কড়া নিয়ম?

কোচবিহার পৌরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে।

March 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যত্রতত্র জঞ্জাল ফেললেই ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা! বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার তরফে কোচবিহার শহরের বিভিন্ন অলি গলিতে মাইকে এমনই ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের সচেতন করতে ২০টি ওয়ার্ডে নির্মল বন্ধুদের ২৪টি মাইক দেওয়া হয়েছে প্রচার করার জন্য। নিয়মিতভাবে প্রচার চলবে।

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, “তিন বছর ধরে সচেতনতা অভিযান চালানো হচ্ছে। বাড়িতে দুটো করে আবর্জনা রাখার জন্য বালতি দেওয়া হয়েছে। একটিতে কঠিন বর্জ্য, অপরটিতে পচনশীল বর্জ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তা সত্বেও দেখা যাচ্ছে অনেকেই সেই নিয়ম মানছেন না। বাড়ির সামনে রাস্তার ধারে বা নিকাশি নালায় সেটা ফেলে দিচ্ছেন। কোচবিহার শহরকে হেরিটেজ শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। তাই তাকে নির্মল শহর করতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিষয়ে সচেতন হওয়ার জন্য আমরা কিছুদিন সময় দেব। কিন্তু তারপর যদি দেখি তাঁরা সচেতন হচ্ছেন না তাহলে তাঁদের নুন্যতম ১০ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রাজার শহর কোচবিহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগে নেওয়া হয়েছে।”

কোচবিহার পৌরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। কোচবিহার শহরে লোকসংখ্যা প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। শহরের অলিগলি এবং বাড়ি বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করেন নির্মল বন্ধুরা। এর পরও বাসিন্দারা রাস্তার পাশে নোংরা আবর্জনা ফেলে দিচ্ছেন বলে অভিযোগ। যার জন্য দৃশ্য দূষণও হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তা রুখতে কঠোর পৌরসভা জরিমানা চালুর পথে হাঁটল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen