সোনারপুর ও বারুইপুরে মাটি কামড়ে প্রচার তৃণমূলের তারকা প্রার্থী সায়নীর
সোমবার দিনভর প্রচার করলেন যাদবপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
Authored By:

সোনারপুর ও বারুইপুরে, সোমবার দিনভর প্রচার করলেন যাদবপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সকালে সোনারপুর উত্তর বিধানসভার রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে প্রচার আরম্ভ করেন অভিনেত্রী প্রার্থী। বিধান সঙ্ঘ ক্লাব থেকে লস্করপুর পর্যন্ত পরিক্রমা করেন সায়নী। পাড়ার কয়েকজন ছাত্রী জনগর্জন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। অংশগ্রহণ করেন প্রার্থীও। রাস্তায় রাস্তায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা, আলাপচারিতার মাধ্যমে জনসংযোগ সারেন প্রার্থী।
বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে রূপশ্রী, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের প্রচার চলে। বিভিন্ন বয়সী মহিলাদের মডেল হিসেবে ব্যবহার করা হয়েছিল মিছিলে। এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম, সোনারপুর উত্তরের তৃণমূল নেতা নজরুল আলি মণ্ডলেরা ছিলেন এদিনের মিছিলে। বিকেলে বারুইপুর পশ্চিমের শঙ্করপুর, ধপধপি ইত্যাদি পঞ্চায়েত এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।