মমতার সামাজিক প্রকল্পগুলি প্রচারে তুলে ধরছেন সায়নী, গড়িয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মানুষের ঢল

এদিনের প্রচার ছিল বর্ণময়।

March 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ সায়নী ঘোষ x হ্যান্ডেল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গড়িয়ার সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিয়ে শুক্রবার বিকেলের দিকে গড়িয়া বিধানপল্লি ধাপার মাঠ থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিনের প্রচার ছিল বর্ণময়।

মহিলারা হাতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী কার্ডের প্ল্যাকার্ড নিয়ে হাঁটলেন। তার সঙ্গে দেখা গেল, সবুজসাথীর সাইকেল, খাদ্যসাথী পরিষেবা এবং সিএএ বিরোধী বার্তা। রূপশ্রীর প্রচারে নববধু সেজে পথে হাঁটলেন মহিলারা। সায়নীর সঙ্গে ছিলেন টালিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।

এলাকায় প্রার্থীকে দেখার জন্য উৎসাহ ছিল তুঙ্গে। হুড খোলা জিপে অরূপ বিশ্বাস ও সায়নীকে স্বাগত জানানোর জন্য গলির বাঁকে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য মানুষ। অনেক জায়গাতেই জিপ থামিয়ে দিতে হচ্ছে। চন্দনের টিকা পরিয়ে বরণ করে নেওয়া হয় সায়নীকে। যেন ঘরের মেয়ে ঘরে এসেছে। গোটা যাত্রাপথে বাজতে থাকে ‘বাংলা নিজের মেয়েকে চায়’ সহ নানা ধরনের দলীয় গান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen