পান্ডুয়ায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনেও জোড়াফুলের দাপট, ছাব্বিশের আগেই আলগা হচ্ছে বিরোধীদের মাটি?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৪৬: সাম্প্রতিক সময়ে গোটা বাংলায় একের পর এক সমবায় ভোটে দাপটের সঙ্গে জয়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কার্যত আত্মবিশ্বাস বাড়ছে শাসক শিবিরে। অন্যদিকে, ক্রমশ রাজনৈতিকভাবে ভোঁতা হচ্ছে বিরোধীরা।
শনিবার ইটাচুনা এলাকার ধামাসিন ও মুলটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ৯টি আসনের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে তৃণমূল প্রার্থীরা। এই জয় প্রসঙ্গে তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি আনিসুল ইসলাম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ পরিচালনা, কৃষকদের উন্নয়নের সুফল সমবায় নির্বাচনে পেয়েছেন তাঁরা।
ধামাসিন ও মুলটি কৃষি উন্নয়ন সমিতি তৃণমূল কার্যত পুনর্দখল করল। তৃণমূলই এই সমিতি পরিচালনা করত। সব রাজনৈতিক দলেরই নজর ছিল সমিতির ভোটের দিকে। নির্বাচনী ময়দানে লড়লেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছে বিরোধীরা। উল্লেখ্য, কৃষির উন্নয়নে লাগাতার কাজ করে চলেছে রাজ্য সরকার। কৃষক বন্ধু, শস্য বীমার মতো প্রকল্প বাংলার কৃষকদের ও কৃষির দিন ফিরিয়েছে। তারই কি সুফল পাচ্ছে বাংলার শাসক দল?