বেলাগাম মোদীর মন্ত্রিসভার সদস্য গিরিরাজ, ‘বাংলার অপমান’ বলছে তৃণমূল

তৃণমূলের বক্তব্য, “বাংলাকে অপমান করা অভ্যাসে পরিণত করে ফেলেছে বিজেপি। বাংলার উন্নয়নের প্রতি তাদের হতাশা, বিদ্বেষে পরিণত হয়েছে।

June 13, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। (ছবি: পিটিআই)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: ফের প্রকাশ্যে বিজেপির বাংলা বিদ্বেষী মনোভাব, অতীতেও বার বার বাংলাকে অপমান করার অভিযোগ উঠেছে পদ্ম পার্টির নেতা, মন্ত্রীদের বিরুদ্ধে। এবার ফের সেই অভিযোগ উঠল কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য তথা বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে। বিহারে এক প্রকাশ্য সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলছেন, “বিহারকে বাংলা হতে দেবেন না। কে কে চান বিহার যেন বাংলা না হয়। হাত তুলুন।” বিজেপি নেতার এহেন বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। পদ্ম পার্টির মন্ত্রীর এহেন মন্তব্যকে বাংলার অপমান হিসাবে দেখছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

বিজেপির মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সমাজ মাধ্যমে দলের অবস্থান জানিয়েছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, “বাংলাকে অপমান করা অভ্যাসে পরিণত করে ফেলেছে বিজেপি। বাংলার উন্নয়নের প্রতি তাদের হতাশা, বিদ্বেষে পরিণত হয়েছে। বিহারে এক সভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘আপনারা কি বিহারকে বাংলায় পরিণত করতে চান?’, এই প্রশ্ন করে বাংলাকে অবমাননা করেছেন। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, বাংলা হল সেই ‘গ্লোবাল আইকন’দের দেশ, যাঁদের আপনার দল বারবার অসম্মান করেছে। বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য অর্থ আপনার সরকার আটকে রেখেছে।” তৃণমূলের আরও সংযোজন, “বাংলার তুলনা বাংলা নিজেই! স্বাস্থ্য থেকে কৃষি, শিল্প, নাগরিক সুরক্ষা- সবেতেই সেরা আমাদের বাংলা। বিহারে প্রচারে গিয়ে গিরিরাজ সিং সাবধান বাণী শোনাচ্ছেন যে, বিহার যেন বাংলা না হয়। কী বলতে চাইছেন আপনি। বাংলার ঐতিহ্য ও সম্মান আপনাদের সহ্য হয় না বলে এভাবে বাংলাকে অপমান করেন! এই সেই গিরিরাজ সিং, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী থাকাকালীন বাংলার খেটেখাওয়া শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেন। বাংলাকে বঞ্চনা করে, অন্য রাজ্যে বাংলার বদনাম করছেন কোন অধিকারে? এতটুকু লজ্জা নেই?”

গিরিরাজকে সাফ উত্তরে তৃণমূল জানিয়েছেন, “বাংলা আপনাদের (বিজেপির) ঘৃণার রাজনীতিকে প্রত্যাখান করেছে এবং আগামীতেও তাই করবে। বাংলা আপনার অপমান বরদাস্ত করবে না।” উল্লেখ্য, এর আগেও নানা ইস্যুতে বাংলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন গিরিরাজ। খোদ বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ২০২৩ সালের ডিসেম্বরে অসম্মানজনক, নারীবিদ্বেষী মন্তব্য করেছিলেন তিনি। বাংলার দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠেছিলেন মহিলারা। উত্তাল হয়েছিল সংসদের অধিবেশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen