‘আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন’ অধীরকে আক্রমণ তৃণমূল বিধায়ক লাভলির

রাজনীতির কারবারিদের ধারণা, হাঁসখালি গিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করার জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়ক ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতাকে।

April 13, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করলেন তৃণমূলের অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র। মঙ্গলবার রাতে একটি টুইট করে ‘জল নূপুর’ টিভি সিরিয়াল খ্যাত এই অভিনেত্রী। বহরমপুরের সাংসদকে ট্যাগ করে টুইটে তিনি লেখেন, ‘আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই…. আপনার মেয়ের মৃত্যুরহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে…. কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক।’

মঙ্গলবার হাঁসখালিতে নিহত মেয়েটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন অধীর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘‘আমি জানতে পারলাম, নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।’’ পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে অধীর বলেন, ‘‘আমি নির্যাতিত পরিবারের পাশে থাকব। তাঁরা যত দূর পর্যন্ত লড়াই করতে চান, আমরা তাঁদের সঙ্গে থাকব।’’ সঙ্গে আইনি লড়াইয়ে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করে দেন তিনি। রাজনীতির কারবারিদের ধারণা, হাঁসখালি গিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করার জন্যই সোনারপুর দক্ষিণের বিধায়ক ব্যক্তিগত আক্রমণ করেছেন কংগ্রেসের লোকসভার দলনেতাকে।

প্রসঙ্গত, ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রয়াত হন অধীরের প্রথম স্ত্রী অর্পিতা চৌধুরী। যদিও দীর্ঘ দিন আলাদাই থাকতেন অধীর-অর্পিতা। তার আগে ২০০৬ সালে অধীর-অর্পিতার একমাত্র কন্যা শ্রেয়সী কলকাতা এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান। পুলিশি তদন্তে ওই ঘটনা আত্মহত্যা বলেই জানা গিয়েছিল। তাঁদের মৃত্যুর এত দিন পর ওই ঘটনাগুলির সিবিআই তদন্তের দাবি তুলে দিলেন রাজনীতিতে মাত্র কয়েক মাস আগে আসা এই তৃণমূল বিধায়ক। এই টুইটের প্রতিক্রিয়া জানতে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাতে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, “বিধায়ক হয়েছেন কিন্তু এটা জানেন না, রাজ্যের আইন শৃঙ্খলা প্রশাসন সব আপনাদের হাতে, আপনার দিদিমণিকে বলুন তদন্ত করতে, কমিটি করতে, খোঁজ নিন, আদালতে যান। এখন আপনাদের দিদিমনির দানবী রূপ যত সামনে আসবে, আর ততই আপনারা দাঁত নখ বের করবেন, এ আর নতুন কী! দিদিমণিকে বলুন দীপক ঘোষের বইটা নিয়েও তদন্ত করতে, আদালতে যেতে, যদি সৎসাহস থাকে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen