বিরোধী সাংসদদের ‘অযোগ্য’ বলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ
সাগরিকার অভিযোগ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘সংসদকে সুষ্ঠুভাবে চালানোর জন্য নিজের দায়িত্ব পালনের পরিবর্তে বারবার বিরোধী সদস্যদের অপমান করছেন।’ অভিযোগ করেছেন।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধী সাংসদদের “হাউসের অযোগ্য” বলার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যসভায় একটি বিশেষাধিকার প্রস্তাব ( privilege motion) উত্থাপন করেছেন। সাগরিকার অভিযোগ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘সংসদকে সুষ্ঠুভাবে চালানোর জন্য নিজের দায়িত্ব পালনের পরিবর্তে বারবার বিরোধী সদস্যদের অপমান করছেন।’ অভিযোগ করেছেন।
জানা গেছে, বিরোধী ইন্ডিয়া জোটের ৬০ জন সাংসদ তৃণমূল সংসদের প্রস্তাবে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য বুধবার উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখরকে যখন বিরোধী দলগুলি আক্রমণ করছিল, সেই সময় রিজিজু বলেছিলেন বিরোধীরা হাউসের সদস্য হওয়ার “যোগ্য নন”।