ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি TMC সাংসদ সৌগত রায়

জানা যাচ্ছে, সপ্তাহখানেক ধরেই তিনি অসুস্থ, স্নায়ুর সমস্যার ভুগছেন। রবিবার দুপুরে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন।

June 22, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৬: ফের অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। রবিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন প্রবীণ এই রাজনীতিক। সঙ্গে তাঁর শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার হাসপাতালে।

জানা যাচ্ছে, সপ্তাহখানেক ধরেই তিনি অসুস্থ, স্নায়ুর সমস্যার ভুগছেন। রবিবার দুপুরে তিনি আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তখন আর ঝুঁকি নেননি পরিবারের সদস্যরা। ভর্তি করান কলকাতার নার্সিংহোমে।

এর আগে গত ৩০ এপ্রিল, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনও সৌগত রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। ওইদিন দিঘা নয়, আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ। গাড়ি থেকে নামার পর অসুস্থ বোধ করায় তৎক্ষণাৎ তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওইদিন রাতে বছর তিরাশির সৌগতবাবুর হার্টের অপারেশন হয়, বসানো হয় পেসমেকার। তারপর অবশ্য ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা উন্নতি হয়েছে। কিন্তু রবিবার দুপুরে বাড়িতে থাকাকালীন ফের অসুস্থ বোধ করেন সৌগত রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen