৪৮ ঘণ্টার মধ্যে ‘বিক্ষুব্ধ’ নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ তৃণমূলের

পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রত্যেক তৃণমূল কর্মীকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে৷

February 14, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

পুরভোটে দলীয় টিকিট না পেয়ে যে বা যাঁরা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল তৃণমূল কংগ্রেস৷ ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ সোমবার তৃণমূলের জাতীয় কর্ম সমিতির সদস্য তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন৷ তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধরা প্রার্থীপদ প্রত্যাহার না করলে দলীয় নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷

পার্থ চট্টোপাধ্যায় বলেন, প্রত্যেক তৃণমূল কর্মীকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে৷ দল যাকে উপযুক্ত মনে করেছে, তাঁকেই প্রার্থী করেছে৷ প্রকৃত তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেককে তা মেনে নিতে হবে৷ তা না হলেই ব্যবস্থা। যারা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের সঙ্গে দলীয় নেতারা কথা বলবেন৷ তাঁর ক্ষোভ-বিক্ষোভের কথা শোনা হবে৷ একই সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হবে। সেই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার কল্যাণী থেকেও তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ নির্দলদের মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন। পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিরোধীরা নিজেদের দুর্বলতা ঢাকতে না পেরে কেবল সন্ত্রাসের অভিযোগ করছে। নির্বাচনে প্রার্থী খুঁজে না পেয়ে আদালত এবং নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ করছে। বিরোধীরা সারা বছর মানুষের পাশে থাকে না৷ মানুষের হয়ে কাজ করে না৷ অথচ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে উন্নয়নের শামিল হয়েছে।

রাজ্যের মন্ত্রী রবিবার জানিয়েছিলেন, প্রতিটি পাড়ায় পাড়ায় এবং মানুষের দোরে দোরে গিয়ে প্রার্থীদের প্রচার করতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের ডায়েরি মেনটেন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তৃণমূল সরকারের উন্নয়ন-কর্মযজ্ঞের ধারাবাহিকতা বজায় রাখতে পুরসভা ভিত্তিক ইস্তেহার প্রকাশ করা হবে। যেখানে এলাকার সার্বিক উন্নয়নের কথা উল্লেখ থাকবে৷ ভোট মিটে যাওয়ার পর তৃণমূল বোর্ড গঠনের পর সেই প্রতিশ্রুতি মতো এলাকার উন্নয়ন করবে৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen