সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূল সংসদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী

জৈব জ্বালানি বা বায়ো ফুয়েল ব্যবহারে বরাবর আগ্রহ দেখিয়ে আসছে মোদী সরকার।

September 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের প্রশ্নবাণে জর্জরিত কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে কেন? আন্তর্জাতিক বাজারে দর কমলেও তার সুফল কেন ভারতীয়রা পাচ্ছে না? তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, কোভিডের সময় সারা বিশ্ব যখন থমকে ছিল, তখনও কেন ভারত সরকার দাম কমায়নি? কেন্দ্রীয় সরকার এক্সাইজ ডিউটি বাবদ গত কয়েক বছরে কত কোটি টাকা রোজগার করেছে সেটাও জানতে চান তৃণমূল সাংসদ।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যখনই প্রশ্ন করা হয়, কেন্দ্রীয় সরকার তখনই বিকল্প জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেয়। জৈব জ্বালানি বা বায়ো ফুয়েল ব্যবহারে বরাবর আগ্রহ দেখিয়ে আসছে মোদী সরকার। কিন্তু শান্তনু সেন এদিন কেন্দ্রীয় সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রীর কাছে জানতে চান, এই বায়ো ফুয়েল ব্যবহার করলে কৃষক, কৃষিজমি ও অন্যান্য খাদ্যশস্যের ক্ষতি হবে না, সেটার নিশ্চয়তা কোথায়?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen