অক্ষয় কুমারের ‘কেশরী চাপ্টার ২’-এ বাঙালি বিপ্লবীদের অপমান, সরব তৃণমূল

সাংবাদিক সম্মেলনে থেকে এই ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেতা কুণাল ঘোষ ও অরূপ চক্রবর্তী।তৃণমূলের অভিযোগ, বাংলার ইতিহাস, সংস্কৃতি বিকৃত করা হচ্ছে।

June 18, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৮: অক্ষয় কুমারের ছবি কেশরী চাপ্টার ২ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এপ্রিলে মুক্তি পাওয়া ছবিটি এখন ওটিটিতে স্ট্রিমিং হচ্ছে। এই ছবিতে বাঙালি বিপ্লবীদের অপমানের অভিযোগ উঠছে। অভিযোগ, কেশরী চ্যাপ্টার ২ ছবিতে মুজফফরপুর ষড়যন্ত্র মামলার একটি দৃশ্যে বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বারীন্দ্রকুমার ঘোষকে যথাক্রমে ‘ক্ষুদিরাম সিং’ এবং অমৃতসরের ‘বীরেন্দ্র কুমার’ হিসাবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইতিহাস বিকৃত করা তথা বাংলার অপমানের অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

বুধবার, সাংবাদিক সম্মেলনে থেকে এই ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেতা কুণাল ঘোষ ও অরূপ চক্রবর্তী।
তৃণমূলের অভিযোগ, বাংলার ইতিহাস, সংস্কৃতি গভীর চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে। ‘কেশরী চাপ্টার ২’ ছবিতে বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হচ্ছে। দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম আর বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম বলা হচ্ছে ক্ষুদিরাম সিং, ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্রকুমার ঘোষকে বলা হচ্ছে ‘বীরেন্দ্র কুমার। তৃণমূলের প্রশ্ন, কী করে এমন ছবি তৈরি হল? সার্টিফিকেট পাওয়ার আগে কেন আটকে গেল না?

ইতিমধ্যেই এই ইস্যুতে বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে। বাঙালি দর্শকদের একাংশ
সমাজ মাধ্যমে এই বিষয়ে অভিযোগ করেছিলেন। অভিযোগের পর প্রযোজনা সংস্থা তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এবার মামলা দায়ের হওয়ায় ওটিটি-তে ছবির প্রদর্শনে বাধা আসে কি-না, সেদিকেই নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen