মোদীর মিথ্যে প্রতিশ্রুতির ষড়বানকে কটাক্ষ করল তৃণমূল

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নিজেকে হাসির খোরাকের পরিণত করেছেন।

January 3, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই নিজেকে হাসির খোরাকের পরিণত করেছেন। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াতে তার জুড়িমেলা ভার। নতুন বছরের শুরুতেই মোদীর মিথ্যে প্রতিশ্রুতির বেসাতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। মোদীর ছয় প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে ডেরেক টুইটে লেখেন, “আপনি (নরেন্দ্র মোদী) দেশবাসীর উদ্দেশ্যে ছয়টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ২০২২-এর শেষে পূরণ হবে বলেও আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন।“ এই ছটি প্রতিশ্রুতির মধ্যে একটিও পূরণ করেনি বিজেপি সরকার, প্রতিশ্রুতি রক্ষার কোনও তাগিদ তাদের তরফে এখনও পর্যস্ত দেখা যায়নি।

প্রতিশ্রুতি রক্ষায় ছয়ের মধ্যে শূন্য বলে কটাক্ষ করে, ডেরেক ফের একবার মোদীর করা প্রতিশ্রুতিগুলোকে স্মরণ করিয়েছেন।

দেশবাসীর উদ্দেশ্য নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতিগুলো ছিল:

১) দেশবাসীর প্রত্যেকের নিজস্ব বাড়ি থাকবে।
২) কৃষকদের আয় বেড়ে দ্বিগুন হবে।
৩) ভারতের অর্থনীতি দ্বিগুন বৃদ্ধি পেয়ে পাঁচ ট্রিলিয়ন হবে।
৪) প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। প্রত্যেক বাড়িতে শৌচালয় থাকবে।
৫) দেশের সকলের বাড়িতে বিদ্যুৎ পৌঁছবে।
৬) দেশে বুলেট ট্রেন চালু হবে।

বলাইবাহুল্য, একটি প্রতিশ্রুতিও পূরণ হয়নি। ২০২২ সাল শুরু হয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণের নুন্যতম উদ্যোগ বিজেপি সরকারের তরফে দেখা যায়নি। মোদীর এই ছয় প্রতিশ্রুতি জুমলা বই আর কিছুই নয়। ছয় প্রতিশ্রুতি আদপেই নয়-ছয়!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen