কেন্দ্রীয় মন্ত্রীসভার রদ বদলে কটাক্ষ তৃণমূলের
সব মিলিয়ে পদত্যাগ করলেন ১২ জন মন্ত্রী।

সব জল্পনার অবসান। প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নয়া ৪৩ সদস্যের নাম। হয়ে গিয়েছে শপথগ্রহণ। তার ঠিক আগেই পদত্যাগ করলেন মোদী সরকারের মন্ত্রিসভার আরও দুই গুরুত্বপূর্ণ নাম রবিশংকর প্রসাদ (Ravi Shankar Prasad) এবং প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। সব মিলিয়ে পদত্যাগ করলেন ১২ জন মন্ত্রী।
আগে থেকেই জল্পনা ছিল মোদি সরকারের রদবদল হতে পারে আজই। তার ঠিক আগে পদত্যাগ করেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তাঁদের সঙ্গে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। যে কেন্দ্রীয় মন্ত্রীরা ইস্তফা দিয়েছেন তাঁদের অন্যতম কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harshvardhan) ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক (Dr RP Nishank)। এছাড়াও পদত্যাগ করেছেন সদানন্দ গৌড়া, দেবশ্রী চৌধুরী, সঞ্জয় ধোত্রে ও রতনলাল কাতারিয়ার মতো মন্ত্রীরা। উল্লেখ্য, বাংলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন চার সাংসদ- সুভাষ সরকার (Subhas Sarkar), নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), জন বার্লা (John Barla) ও শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সূত্রমতে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মোদীর হৃত গৌরব ফিরে পেতেই এই রদ বদল।
কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিপুল রদবদল নিয়ে এবার কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O Brien)। ডেরেক টুইটে লেখেন, ‘মহামারী পূর্ব প্রস্তুতি, টিকাকরণ, কৃষক সুরক্ষা, জাতীয় শিক্ষা নীতি, সংসদ, প্রতিষ্ঠান, মৈত্রীতন্ত্র ধ্বংস।
যখন পুরো পরিকাঠামোই খারাপ, তখন কী করা যায়? মন্ত্রীসভা বদলাও’।