বায়ুসেনার বিমানে প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করলেন যশোবন্ত সিনহা
সরকারি পয়সায় প্রধানমন্ত্রীর এই আড়ম্বর নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন।
November 16, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

বায়ুসেনার বিমানে চেপে প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি যশোবন্ত সিনহা।
এদিন বায়ুসেনার C-130J সুপার হারকিউলিস পণ্যবাহী বিমানে চেপে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এহেন ‘গ্র্যান্ড এন্ট্রি’- তে বিরোধী দলগুলির সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। সরকারি পয়সায় প্রধানমন্ত্রীর এই আড়ম্বর নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছেন।
এ বিষয়ে যশোবন্ত সিনহা টুইটে কটাক্ষ করে লেখেন, ‘আমার মনে হয় এর পর থেকে প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশের প্রচারের দিনগুলিতে তাঁকে প্রজাতন্ত্র দিবসের মতো মিলিটারি কুচকাওয়াজ এবং বায়ুসেনার মহড়া করে বরণ করা উচিৎ। আর সবটাই হোক সরকারের টাকায়।’