দিলীপ রাহুলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল

দলে ছিলেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

April 12, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বেশ কয়েকটি অভিযোগ নিয়ে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়েছিল। দলে ছিলেন রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’ এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহা বলেন, ‘৪ জন কেন ৮ জনকে কেন গুলি করল না কেন্দ্রীয় বাহিনী!’ মুলত এই দুই বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধেই কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। তৃণমূলের বক্তব্য, এই নেতারা ভীতি প্রদর্শন করে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন। তাই নির্বাচন কমিশনের কাছে এই নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং নির্বাচনী প্রচার থেকে এই দুই নেতাকে বিরত রাখার আর্জি জানান তাঁরা।

এছাড়াও শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটার সময়ে ওই বুথের ভিডিও ফুটেজ প্রকাশের আবেদনও কমিশনের কাছে করেন তৃণমূল নেতারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen