বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কলকাতা পুরসভা দখল করবে তৃণমূল, বলছে বুথ ফেরত সমীক্ষা

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১৩ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। খাতা খুলতে পারবে না বাম-কংগ্রেস। বামেরা পেতে পারে পাঁচ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ছয় শতাংশ ভোট।

December 20, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

কলকাতা পুরনিগমের ভোটে কোন দল কতগুলি আসন পাবে, তা নিয়ে পূর্বাভাস দেওয়া হল। ‘সি’ ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১৩১ টি আসনে জিততে পারে। তৃণমূল পেতে পারে ৫৯ শতাংশ ভোট।

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ১৩ টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। খাতা খুলতে পারবে না বাম-কংগ্রেস। বামেরা পেতে পারে পাঁচ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ছয় শতাংশ ভোট।

২০১৫ সালের পুরভোটে ১১৩ টি আসন পেয়েছিল তৃণমূল। সাতটি আসন পেয়েছিল বিজেপি। ১৬ টি আসন পেয়েছিল সিপিআইএম। পাঁচটি ওয়ার্ডে জিতেছিল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা ভোটের নিরিখে ১৩১ টি ওয়ার্ডে এগিয়ে ছিল ঘাসফুল শিবির। ১২ টি ওয়ার্ডে এগিয়ে ছিল গেরুয়া শিবির। একটি ওয়ার্ডে এগিয়ে ছিল হাত শিবির। কোনও ওয়ার্ডে এগিয়ে ছিল না বামেরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen