জুন মালিয়ার ভোটে ভর করে এগরা ২ পঞ্চায়েত সমিতির সবকটি আসন জিতে নিল তৃণমূল

এখন মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করে নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

December 3, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: ফেসবুক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত পঞ্চায়েত নির্বাচনে এগরা ২ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে ১২টিতে জয়ী হয়েছিল তৃণমূল আর বাকি ১২ আসনে জিতেছিল বিজেপি। লটারির মাধ্যমে সভাপতি পদ পায় তৃণমূল আর সহ সভাপতির দায়িত্ব পায় বিজেপি।

কিন্তু স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচনে তৎকালীন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী, মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার ভোটের জোরে সবকটি স্থায়ী কমিটির দখল নিয়েছিল বিজেপি। এখন মেদিনীপুরে তৃণমূল সাংসদ জুন মালিয়ার ভোটে ভর করে পঞ্চায়েত সমিতির সমস্ত স্থায়ী সমিতির ক্ষমতা দখল করে নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে ভোটাভুটিতে পদ্ম শিবিরের কেউ অংশগ্রহণ করেন নি। ভোটাভুটি এড়িয়ে যায় বিরোধী বিজেপি শিবির। সোমবার এদিন এগরা বিধানসভার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া সহ তৃণমূল জয়ী পঞ্চায়েত সমিতির সদস্য সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen